কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি, ২ কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৩ মার্চ ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবৈধ কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে দুই কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ির যৌথ অভিযানে বন্যা ফুডস প্রোডাক্টস ও বন্ধন আইসক্রিম নামের দুই কারখানাকে এ জরিমানা করা হয়।

এর মধ্যে বন্যা ফুডস প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা ও বন্ধন আইসক্রিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, প্রতিনিয়তই এ ধরনের অভিযান চলছে। আজ যৌথভাবে বালিয়কান্দি উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযান পরিচালনা করে অবৈধ কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে দুই কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা ও আইসক্রিম তৈরির কেমিক্যাল জব্দ করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।