নাটোরে পুলিশ ফাঁড়িকে ফ্রিজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২১
ওসির হাতে ফ্রিজ তুলে দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জোবায়দা খাতুন মিলি

নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের পকেটখালি পুলিশ ফাঁড়িকে একটি ফ্রিজ উপহার দিয়েছেন জামনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী জোবায়দা খাতুন মিলি।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় জামনগর পুলিশ ফাঁড়িতে সিঙ্গার কোম্পানির এই ফ্রিজটি বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রহণ করেন। রাতে ছবিটি ফেসবুকের ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী জোবায়দা খাতুন বলেন, ‘বাগাতিপাড়ার জামনগরের মেয়ে আমি। রাজশাহীতে লেখাপড়া করার উদ্দেশ্যে জামনগরের পকেটখালি নামে পরিচিত যে স্থানে বর্তমানে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখান দিয়ে নিয়মিত যাতায়াত করতে হতো আমাকে। সেই স্থানে একসময় সন্ধ্যা নামলেই শুরু হতো ছিনতাইকারীদের তাণ্ডব। ছিনতাইয়ের পাশাপাশি অনেককেই করা হতো আঘাত। আজও অনেকেই সেই আঘাতের চিহ্ন বহন করে বেড়াচ্ছেন। এখন সেখানে পুলিশ ফাঁড়িটি হওয়ায় মানুষ ওই স্থান দিয়ে নির্ভয়ে যাতায়াত করতে পারছেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ফাঁড়িটি আবাসিক হওয়ায় পুলিশ সদস্যদের সেখানেই থাকতে হয় দিনের পর দিন। তবে ফাঁড়িতে কোনো ফ্রিজ না থাকায় পুলিশ সদস্যদের সমস্যাগুলো নিজ থেকে অনুধাবন করতে পেরে তাদেরকে একটি ফ্রিজ উপহার হিসেবে দিয়েছি।’

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জামনগর পুলিশ ফাঁড়িতে ২৫ জন পুলিশ সদস্য রয়েছেন। সেখানে আগে কোনো ফ্রিজ ছিল না। জোবায়দা খাতুন মিলি ও ইসতিয়াক আহমেদ দম্পতি ফ্রিজটি দেয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এ ব্যাপারে নাটোর পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জাগো নিউজকে বলেন, ‘জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। এ দায়িত্ব পালনের বিনিময়ে পুলিশের কোনো উপহার নেয়ার সুযোগ নেই। কেন ওই মনোনয়নপ্রত্যাশী ফ্রিজ দিয়েছেন তা জানতে চাওয়া হবে এবং ফ্রিজটি ফিরিয়ে দেয়া হবে। আমি এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিচ্ছি।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।