স্বামীর নির্যাতনে জ্ঞান হারালেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৭ মার্চ ২০২১

ঝিনাইদহে মাদকাসক্ত স্বামীর নেশার টাকা দিতে না পারায় মারধরের শিকার হয়েছেন শারমিন আক্তার। বুধবার (২৪ মার্চ) সদরের গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি।

পরে শনিবার (২৭ মার্চ) ঝিনাইদহ সদর থানায় নির্যাতিত গৃহবধূ একটি এজাহার করেছেন।

আহত শারমিন ঝিনাইদহ শহরের বুলু মিয়া সড়কের কাজী কবির ইসলামের মেয়ে।

শারমিন বলেন, ‘গত ৯ বছরের দাম্পত্য জীবনে নানাভাবে অত্যাচার শিকার হয়েছি। সম্প্রতি যৌতুকের জন্য স্বামী চাপ দিতে থাকে। সেই সঙ্গে শ্বশুর আব্দুর রহিম জোয়ারদারও মারধর এবং যৌতুক দাবি করেন। আমার বাবা টাকা না দেয়ায় পরিবারের প্ররোচনায় গ্রামেই দ্বিতীয় বিয়ে করেন শিমুল।’

শারমিন বলেন, সংসারে সতীন আসায় নির্যাতন আরও বেড়ে যায়। বুধবার রাতে শিমুল ও সতীন সাগরিকা ঘরে ঢুকে আমাকে মারপিট করে। এসময় সাগরিকা আমাকে ধরে রাখে আর শিমুল ও দেবর রাজু জোয়ারদার মারপিট করতে থাকে। নির্যাতনের একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বলেন, মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। মামলা রেকর্ড হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।