জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৯ মার্চ ২০২১
ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবলু সাকিদার (৭২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

সোমবার (২৯ মার্চ) সকালে এ ঘটনায় নিহতের ছেলে লোকমান বাদী হয়ে আনোয়ার ও আয়নালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিহত বাবলু একই এলাকার মৃত দুদু সাকিদারের ছেলে।

জানা যায়, পার্শ্ববর্তী নওপাড়া এলাকার কেফাতউল্লার ছেলে আনোয়ার ও আয়নালের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বৃদ্ধ বাবলুর। সেই বিরোধের জেরে তাকে নিজ বাড়ির সামনে বুকে চাপাতি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

রেজাউল করিম রেজা/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।