আইনজীবীদের ওপর আদালত কর্মচারীদের হামলা, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২১

রাজবাড়ীতে জেলা জজ আদালতের মার্কেট নির্মাণকে কেন্দ্র করে মানববন্ধন ও সমাবেশে আইনজীবীদের সঙ্গে আদালত কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে আদালত এলাকায় সংঘর্ষে চার আইনজীবী আহত হয়েছেন।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম জানান, অবৈধভাবে রাজবাড়ী বারের জমিতে জেলা ও দায়রা জজ মার্কেট নির্মাণ করছেন। যে কারণে তারা মামলা করেছেন। কিন্তু সে মামলা গ্রহণ বা রিজেক্ট কোনোটিই করা হয়নি। ফলে সোমবার দুপুরে আইনজীবীরা রাজবাড়ীর যুগ্ম জেলা জজ আদালত বর্জন করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মিছিলটি নির্মাণাধীন মার্কেটের সামনে আসলে জেলা জজ আদালতের কর্মচারীদের সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আইনজীবীদের ওপর হামলা চালায়। এতে মেহেদী হাসান, মোস্তফা মিঠু ও সম্রাটসহ চার আইনজীবী আহত হন।

এদিকে সংঘর্ষের ঘটনার পর বার এসোসিয়েশন জরুরি সভায় বসে। সভায় আইনজীবীরা দাবি করেন আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের উপর হামলা করেছে। এর দৃষ্টান্তমূলক বিচার এবং অবৈধ মার্কেট নির্মাণ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করা হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।