রাজবাড়ীতে অনির্দিষ্টকাল আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৯ মার্চ ২০২১

রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এবং যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৯ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোমসহ আইনজীবীরা জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন।

জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খান মো. জহুরুল হক বলেন, রোববার (২৮ মার্চ) দুপুরে আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আদালত কর্মচারীরা হামলা করে। এতে বেশ কয়েকজন আইনজীবী আহত হন। পরে আইনজীবীরা জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারকে প্রত্যাহার ও নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ না হওয়া পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।