চুয়াডাঙ্গায় করোনায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:০৮ এএম, ৩১ মার্চ ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনোয়ারা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের মৃত আশরাফুল হকের স্ত্রী। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭১১ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২২ জন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৩ মার্চ দুপুরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আনোয়ারা বেগম। ২৭ মার্চ তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৮ মার্চ তার ফলাফল পজিটিভ আসে।

আজ সকালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগম। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

সালাউদ্দীন কাজল/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।