মিস ইউনিভার্সের মূল মঞ্চের টিকিট পেলেন মাগুরার মিথিলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৫ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে উঠার টিকিট পেলেন মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের তানজিয়া জামান মিথিলা।

শনিবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং বিজয়ী মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন।

মিথিলার বন্ধুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দেশ ও দেশের বাইরে (বাংলাদেশি নাগরিক) থেকে আসা প্রতিযোগীদের মধ্যে থেকে নির্বাচিত সেরা ১০ জনের তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় মিস ইউনিভার্স ২০২০ এর বাংলাদেশ পর্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশ পর্বের প্রতিযোগিতার। বাংলাদেশে এটি তাদের দ্বিতীয় আয়োজন। এতে নিবন্ধন করেন ৯ হাজার ২৫৬ জন। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন।

আরাফাত হোসেন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।