খুলনায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৯২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:২৯ এএম, ১০ এপ্রিল ২০২১

অডিও শুনুন

খুলনা একদিনে ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত দিনের চেয়ে ২০ জন বেশি। এছাড়া নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৮৮ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৯২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭৫ জন, যশোর ৭ জন, বাগেরহাট ৪ জন, সাতক্ষীরা ৪ জন ও গোপালগঞ্জ জেলার ১ জন রয়েছে।

এদিকে খুলনায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুক্রবার (৯ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালে করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদরের বালিয়াডাংগা নাসির উদ্দীন (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই এলাকার আনসার আলী ছেলে। ৪ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তিনি।

একই দিন ভোরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ হোসেন (৭০) নামের আরেকজনের মৃত্যু হয়। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আলমগীর হান্নান/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।