মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মারা গেলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০২১

পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ভারতের দিল্লি রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বিকেলে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে দিল্লি রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে নান্না পোদ্দারের মৃত্যু হয়। মেয়ের চিকিৎসার জন্য তিনি দিল্লি গিয়েছিলেন। সেখানেই করোনায় আক্রান্ত হলে পরে হাসপাতালে ভর্তি হন।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।