স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-স্বর্ণালঙ্কার ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৪ এপ্রিল ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় উত্তম কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিতে আহত স্ব উত্তম কর্মকারকে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার তুষখালী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার তুষখালী ইউনিয়ন বাজারের উত্তম জুয়েলার্সের মালিক উত্তম কর্মকার দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। পথে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে।

এসময় তার কাছে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতলে পাঠানো হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. ফেরদাউস হোসেন বলেন, তার বাম পায়ের উরুতে গুলি আটকে রয়েছে। গুলির আঘাতে সেখানে হাড় ভেঙে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মঠবাড়িয়া উপজেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি রতন কর্মকার ও সাধারণ সম্পাদক তপন কর্মকার এ ঘটনার নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।