করোনায় আক্রান্ত স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৭ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

শনিবার (১৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন গত মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফলাফল পজিটিভ আসে। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।