চাঞ্চল্যকর ছহির হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার
মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামের ছহির উদ্দীন হত্যা মামলায় ইমদাদুল হক (৬২) নামের আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। রোববার (১৮ এপ্রিল) সকালে পিবিআই কুষ্টিয়ার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইমদাদুল একই গ্রামের আলী হোসেনের ছেলে।
জানা যায়, সাহেবনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ ছহির উদ্দীন মাদরাসা, গোরস্থান ও ঈদগাহের দেখভাল করতেন। একইসঙ্গে মাদরাসার পাশের মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি।
২০২০ সালের ৩ সেপ্টেম্বর সকালে গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এসময় মুখে কালো মুখোশ পরা দুইজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
গাংনী থানা পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে মামলাটি পিবিআইকে হস্তান্তর করে।
পিবিআই এর উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম মামলাটির তদন্তভার গ্রহণ করেন। তদন্তে হত্যাকাণ্ডে শুকুর আলীর ছেলে খোকনের (৩৭) জড়িত থাকার প্রমাণ পান তিনি। এরপর গত ১১ এপ্রিল তাকে গ্রেফতার করে পিবিআই।
খোকনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমদাদুল হককে গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম আরো বলেন, ছহির উদ্দীন মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখভাল করতেন। একই সঙ্গে মাদরাসার পাশের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাছাড়া তিনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও ছিলেন।
তিনি বলেন, ইমদাদুল হক ওই প্রতিষ্ঠানের আমবাগান লিজ নিতে চেয়েছিলেন। কিন্তু ছহির উদ্দীনের কারণে সেটা সম্ভব হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে গ্রেফতার ইমদাদুল হক।
আসিফ ইকবাল/এসএমএম/এমকেএইচ