পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৯ এপ্রিল ২০২১
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের তালমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত একজনের নাম কামরুল বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতরা হলেন, মেহেদী সালেহীন, নাইম ও সবুজ।

নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুমিনুর রহমান বলেন, সকালে ফরিদপুরগামী একটি পিকআপের সঙ্গে ভাঙ্গাগামী মাহেন্দ্রের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।