ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৯ এপ্রিল ২০২১

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দফায় দফায় লকডাউনের কারণে এবার ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান স্থগিত করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

jagonews24

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২০ এপ্রিল (মঙ্গলবার) সনাতন ধর্মালম্বীদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। তবে, মঙ্গলবার (২০ এপ্রিল) পুণ্য ভ্রহ্ম মুহুর্তে ভোর ৪টা ৫০ মিনিট থেকে করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য নিজ গৃহে থেকে প্রার্থনা করার অনুরোধ করা হয়।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।