ধানক্ষেতে মিলল অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২০ এপ্রিল ২০২১

পটুয়াখালীর কুয়াকাটায় অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষী গ্রামের ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে খবর দেন। পরে তিনি সেটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।

আনসার উদ্দিন মোল্লা জানান, উদ্ধার হওয়া ড্রোন ক্যামেরার মালিকানা দাবি করছেন পায়রা বন্দরে কর্মরত মাইকেল নামের বেলজিয়ামের এক নাগরিক। তারা ড্রোনটি ব্যাবহার করতেন গভীর সমুদ্রে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য। ড্রোনটি পরীক্ষামূলকভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে হারিয়ে যায়। এটির ওজন প্রায় দুই কেজি।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ড্রোনটির বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এটি কি কাজের জন্য ব্যাবহার করা হয়েছিল সে বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।