৪৯১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৪৯১ বোতল ফেনসিডিলসহ সুমন বিশ্বাস (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসানের নেতৃত্বে আড়পাড়া টোল প্লাজায় চেক পোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী সুমন বিশ্বাসকে ৪৯১ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের শ্রী পদীব বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এএইচ/জিকেএস