মেহেরপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে বোমা হামলা, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৪ এপ্রিল ২০২১

মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারে দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার সকালে পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ করা হয়।

attak1

সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোমা নিক্ষেপের ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয়পক্ষের নেতৃবৃন্দ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আসিফ ইকবাল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।