স্বাস্থ্যবিধি না মানায় শায়েস্তাগঞ্জে ৪১ জনকে জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম।
এর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা করা হবে।’
কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমএস