বিদ্যুৎ কেন্দ্রে ৮ চীনা করোনা আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৬ এপ্রিল ২০২১

খুলনায় নির্মিতব্য ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আট চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খুলনা বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ১০ জন চীনা নাগরিকের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে আটজনের করোনা পজিটিভ আসে। কর্তৃপক্ষ তিনজনকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পাঠিয়েছে।

আক্রান্ত অন্য পাঁচজনকে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান প্লান্টের উপ-পরিচালক (ডিপিডি) প্রকৌশলী মো. জাহিদ হোসেন।

এদিকে খুলনা বিদ্যুৎ কেন্দ্রে চীনা নাগরিকরা করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। অবিলম্বে এলাকাটিকে লকডাউন ঘোষণা করে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর জোর দাবি তাদের।

২০১৮ সালে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টটির কাজ শুরু হয়। এখানে ৩০০ জন চীনা নাগরিক বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।

আলমগীর হান্নান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।