চুয়াডাঙ্গায় মায়ের অভিযোগে মাদকসেবী ছেলের ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ এপ্রিল ২০২১

সম্পদ হোসেন (২৫)। তিনি মাদক সেবন করতেন। তার এ মাদক সেবনের বিষয়টি পুলিশকে জানান তার মা আনোয়ারা বেগম। তার এ অভিযোগের ভিত্তিতে ছেলে সম্পদ হোসেনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। আটকের পরে সম্পদ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক সম্পদ উপজেলার দর্শনা পৌরসভা সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আজাদ আলীর ছেলে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সম্পদের মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে সম্পদ একজন গাঁজা সেবনকারী। সে প্রতিনিয়ত গাঁজা সেবন করে।প্রতিদিন গাঁজা সেবনের টাকার জন্য বাড়িতে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরসহ বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করে থাকে। মাদক সেবনে তাকে অনেক নিষেধ করার পরেও সে কোনোভাবেই ফিরে আসেনি। তাই আমি ছেলেকে মাদক থেকে দূরে রাখতে আইনের আশ্রয় নিতে বাধ্য হই। এ বিষয়ে বুধবার সকালে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।’

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিকেলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাব্বুর রহমান কাজল পুলিশের একটি দল নিয়ে ওই মাদকসেবীর বাড়ি ঈশ্বরচন্দ্রপুর গ্রামে যায়। এসময় ঘটনাস্থল থেকে এক পুরিয়া গাঁজাসহ সম্পদকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে পুলিশ তাকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠায়।

সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।