ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান চাপায় অটোরিকশাযাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার সালাম (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম সদর উপজেলার বুধল ইউনিয়নের সাতিয়াইন গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বিশ্বরোড অভিমুখী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সালাম নামের ওই ব্যক্তি অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সালামকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, সালামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সালামের মৃত্যু হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।