কামারখন্দে ডাকাতি করার সরঞ্জামসহ ৪ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০১ মে ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০১ মে) ভোর রাতে উপজেলার কামারখন্দ-কড্ডা আঞ্চলিক সড়কের নান্দিনামধু এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার নয়ন, নাইমুল ইসলাম, সুমন ও শাহজাদপুর উপজেলার আরিফুল ইসলাম।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, শনিবার ভোরে কামারখন্দ-কড্ডা সড়কের নান্দিনামধু এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় চার যুবককে। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করা হলে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।