শায়েস্তাগঞ্জে দুশতাধিক অসহায় নারীকে খাদ্য সহায়তা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)।
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০১ মে ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুশতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা মহিলা আওয়ামী লীগ।

শনিবার (১ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. আলেয়া বেগমের পরিচালনায় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

jagonews24

এ সময় বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. হেনা বেগম, মাসুদা বেগম হাসনা, এ্যানি লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মুসলিমা খানম শারমিন, শিরিন আক্তার তালুকদার, জাহানারা আক্তার বিউটি, অ্যাডভোকেট গোলসান আরা ফেন্সি, সুমা মোদক, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার রিনা, সালেহা বেগম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সামাদ মেম্বার, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা সুলতানা হ্যাপি প্রমুখ।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।