শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০১ মে ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মো. গিয়াস উদ্দিন আশিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ মে) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার দক্ষিণ বড়চর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশিক ওই গ্রামের মৃত আলাউদ্দিন ফুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর গ্রামে অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ আশিককে গ্রেফতার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘গ্রেফতার গিয়াস উদ্দিন আশিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।