খাবার পানি নিয়ে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০২ মে ২০২১

সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লায় খাবার পানি নিয়ে ফেরার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার রাতে কোবদাসপাড়ার আক্কার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পৌর এলাকার চককোবদাসপাড়ার হামিদ কসাইয়ের ছেলে একরাম হোসেন ও আমলাপাড়া মহল্লার খোকন মিয়ার ছেলে স্বাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমলাপাড়া মহল্লার পুরান জেলখানা ঘাট এলাকায় টিউবওয়েলের পানি আনতে যায় ওই কিশোরী। ফেরার পথে আমলাপাড়া প্রতিশ্রুতি ক্লাবের সামনে পৌঁছালে একরাম তাকে ক্লাবের ভেতর নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় ইকরামসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে অবৈধভাবে গড়ে ওঠা ওই ক্লাবটি শনিবার সন্ধ্যায় ভেঙে দিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।