বছর ধরে জমানো টাকা কর্মহীনদের জন্য দিয়ে দিলেন মাংসবিক্রেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৩ মে ২০২১

সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন আব্দুল কসাই নামের এক মাংস বিক্রেতা।

সোমবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের কাছে এ অনুদান তুলে দেন তিনি। এসময় তার ভাই সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আব্দুল কসাই সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

jagonews24

মাংস বিক্রেতা আব্দুল বলেন, ‘দীর্ঘ এক বছর ধরে ১০০-৫০০ টাকা করে ২০ হাজার টাকা জমিয়েছিলাম। জমানো সেই টাকা করোনা মোকাবিলার জন্য আজ জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছি। এই ক্ষুদ্র টাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের কিছুটা উপকার হলেই আমার এই অনুদান সার্থক হবে।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মাংস বিক্রেতা আব্দুল কসাইয়ের প্রশংসা করে বলেন, বৈশ্বিক করোনা মহামারি থেকে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে আব্দুল কসাইয়ের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই করোনায় অসহায় ও দুস্থরা কিছুটা হলেও উপকৃত হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।