চিকিৎসা নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ক্যান্সারে আক্রান্ত স্ত্রী সাহেরা খাতুনকে (৪৫) নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছিলেন স্বামী আব্দুস সাত্তার। একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে নিহত হয়েছেন স্বামী-স্ত্রী দুজন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার (৩ মে) দিবাগত রাতে মেহেরপুরের আমঝুপি-খোকশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সাহেরা খাতুন। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ মে) সকাল ১০টার দিকে মারা যান তার স্বামী আব্দুস সাত্তার। সাহেরা খাতুন ও আব্দুস সাত্তার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, গ্রামের সড়কটি দিয়ে ইটের ভাটা মাটি বহন করে স্থানীয় ট্রাক্টরগুলো। এছাড়া সড়কের কাজও চলছিল। মাটি জমে থাকায় হঠাৎ বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যায় সড়কটি। ফলে মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আসিফ ইকবাল/এসজে/জিকেএস