চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৫ মে ২০২১

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নাসরিন খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) দিনগত রাতে জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নাসরিন খাতুন ওই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

সেলিম হোসেন জানান, বসতঘরের বৈদ্যুতিক বাল্ব কেটে গেলে বিকেলে দোকান থেকে একটি বাল্ব নিয়ে আসেন নাসরিন খাতুন। রাতে সেটি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।