শপিংমলে চুরি : যুবলীগ নেতার স্ত্রীর জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৫ মে ২০২১

শপিংমলে টাকা চুরির ঘটনায় হাতেনাতে আটক নোয়াখালী জেলা যুবলীগ নেতার স্ত্রী খুরশিদা রহমানের (৩৩) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ মে) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শোয়েব উদ্দিন খান ভার্চুয়ালি আসামির জামিন শুনানি করে তা নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আসামি খুরশিদার আইনজীবী হারুনর রশীদ হালদারের জামিনের আবেদনটি বিচারক শোয়েব উদ্দিন খান নামঞ্জুর করেছেন। এছাড়া উদ্ধারকৃত ৩৮ হাজার টাকা আদালতে জিম্মায় রয়েছে।’

গ্রেফতার খুরশিদা সোনাপুরের মতিপুর গ্রামের মাওলানা গোলাম রহমানের বাড়ির মাহবুবুর রহমান বাবুর স্ত্রী। বাবু নোয়াখালী জেলা যুবলীগের সদস্য।

১ মে দুপুরে নোয়াখালী সুপার মার্কেট থেকে চুরি করা ৩৮ হাজার টাকাসহ খুরশিদাকে ব্যবসায়ীরা হাতেনাতে আটক করে নোয়াখালীর সুধারাম মডেল থানায় সোপর্দ করেন। এ সময় তার সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। পরে খুরশিদাসহ আসামিদের বিরুদ্ধে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির কার্যকরী পরিষদের সদস্য আবু সাঈদ বাদী হয়ে থানায় মামলা করেন।

২ মে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে হাজির করলে বিচারক মো. এমদাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন খুরশিদা। পরে একইদিন বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শোয়েব উদ্দিন খান তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।