কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও ২ মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আরও দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মে) সকাল ৮টার দিকে ও রোববার (৯ মে) রাত ৯টার দিকে সৈকতে ভেসে আসে মৃত ডলফিন দুটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার বেলা ১১টার দিকে সৈকত থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিনটি মৃত ডলফিন সোমবার সকালে মাটি চাপা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ডলফিনগুলোর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে জানান, রোববার দুটি ও সোমবার সকালে আরও একটি মৃত ডলফিন ভেসে আসে। মোট তিনটি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে। একটি বড় সাইজের আর বাকি দুটি ছোট সাইজের। ডলফিনগুলোকে মাটি চাপা দেয়া হয়েছে।
এসজে/জেআইএম