পালিয়ে বিয়ে, অপহরণ মামলা তুলে নিতে তরুণীর আত্মহত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১০ মে ২০২১

পটুয়াখালীর দশমিনায় স্বামীর বিরুদ্ধে করা অপহরণ মামলা তুলে নিতে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক তরুণী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ভিডিও ফেসবুকে দিয়েছেন তিনি।

শুক্রবার (৭ মে) বিকেলে স্বামীর ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেয়া হয়। এ সময় তরুণীকে নির্যাতনের একটি অংশও ভিডিওতে দেখানো হয়। এরই মধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

পালিয়ে বিয়ে, অপহরণ মামলা তুলে নিতে তরুণীর আত্মহত্যার হুমকি

ভিডিওতে তরুণী জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মিরাজুলকে বিয়ে করেন। কিন্তু তার মা বাবা বিষয়টি মেনে নিতে না পেরে দশমিনা থানায় তার স্বামী মিরাজুল, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। তিনি তাদের নির্দোষ দাবি করেন। ভিডিওতে তিনি দশমিনা থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে নেয়া না হলে আত্মহত্যার হুমকি দেন।

এ বিষয়ে দশমিনা থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘ওই তরুণীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে প্রেমিক মিরাজুল ও ভগ্নিপতির বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। তরুণী থানায় এসে স্বেচ্ছায় বিয়ে করার কথা বললে আমরা বিষয়টি দেখব।’

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।