পটুয়াখালীতে অসহায়দের ঈদসামগ্রী দিলেন আ.লীগ নেতা অ্যাডভোকেট সুলতান
পটুয়াখালীতে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক রোডস্থ দৈনিক পটুয়াখালী কার্যালয়ে দুই শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল মাহমেদ, অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধার ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব ও অর্থ বিভাগের সহকারী পরিচালক ড. মো. আতিকুর রহমান মাসুম, পটুয়াখালী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. মিজানুর রহমান, মো. জালাল মৃধা, যুবলীগনেতা মো. অসীম মৃধাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, দুধ, বাদাম ইত্যাদি।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার এই ক্রান্তিকালে গরিব ও দুস্থদের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসআর/এমএস