ঈদের দিন নতুন লুঙ্গি পরবেন পটুয়াখালীর কয়েদিরা
পটুয়াখালী জেলা কারাগারের বন্দিদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম চৌধুরী কারাগার পরিদর্শন করেন। এসময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েদিদের মাঝে পোশাক বিতরণ করেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

জেলা কারাগার পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেল সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাসসহ জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/জিকেএস