রূপগঞ্জে ভারত ফেরত ব্যক্তির করোনা শনাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১২ মে ২০২১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারত ফেরত এক যুবকের (২৭) করোনা শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এটি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। তার বাড়ি উপজেলার তারাব পৌরসভার ৬নং ওয়ার্ডের বরপা এলাকায়।

বুধবার (১২ মে) বেলা ১১টার দিকে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরজাহান আর খাতুন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে তারাব পৌর এলাকার বাসায় আইসোলেটেড করা হয়। প্রয়োজনে যে কোনো সময় তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। তার বাড়িটির সব সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ডা. নূরজাহান আরা খাতুন জানান, গত চার বছর ধরে তিনি ভারতের চেন্নাইতে কাজ করছিলেন। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ৯ মে দেশে ফেরেন তিনি। প্রথমে তিনি বিমানে আখাউড়া পর্যন্ত আসেন, সেখান থেকে দালালের মাধ্যমে বর্ডার ক্রস করেন। এলাকায় আসার পর বিষয়টি জানাজানি হলে সোমবার (১০ মে) থেকে তাকে নজরদারিতে রাখা হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ মে রাতে তার নুমনা পজেটিভ আসে। পরে সকালেই উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই যুবকের বাড়ি লকডাউন এবং পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়।

মীর আব্দুল আলীম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।