ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৩ মে ২০২১

রাহ পোহালেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগের দিন অন্যান্য বছর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকলেও এ বছরের চিত্র পুরোটাই ভিন্ন। আজই সড়কটি ফাঁকা হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে মহাসড়কের করটিয়া, তারটিয়া, আশেকপুর, ঘারিন্দা, রসুলপুর, পৌলি, এলেঙ্গাসহ বিভিন্ন এলাকার কোথাও গাড়ির ধীরগতি বা যানজট দেখা যায়নি। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। যদিও আগের দিন বুধবার (১২ মে) বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

jagonews24

করোনা সংক্রমণরোধে দূরপাল্লােএবং আন্তঃজেলা বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ফিরছেন বাড়িমুখো মানুষ। তবে আজ এ সড়কে নেই যানবাহনের জট।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় বলেন, সড়কে যানবাহন চলাচল আজকে একেবারে স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুই দিন ছিল প্রচুর গাড়ির চাপ। এক ঘণ্টার রাস্তা পার হতে সময় লেগেছে ৪-৫ ঘণ্টা। বুধবার (১২ মে) বিকেল থেকে গাড়ির চাপ কমতে শুরু করে। এখন এই মহাসড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

আরিফ উর রহমান টগর/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।