শশীনাড়ায় ৪০ পরিবারে ঈদ উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৩ মে ২০২১

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ৪০ পরিবারের।

বৃহস্পতিবার (১৩ মে) ঈদ উদযাপন করেন তারা। ২০১২ সাল থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এ গ্রামের মানুষ রোজা ও ঈদ উৎসব পালন করে।

সকাল ৯টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোআ করা হয়। সৌদির সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন গ্রামের মুসল্লিরা।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।