গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৫ মে ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার গোলখালি শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৌহিদুল ইসলাম (২৫) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে ও গোলাম রসুল (১৭) একই গ্রামের ফজর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে তিন যুবক শ্যামনগর উপজেলা থেকে ভেতর রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলাম নিহত হন। স্থানীয়রা অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে গোলাম রসুলের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রণজিৎ মণ্ডল বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।