অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৬ মে ২০২১

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৬ মে) দুপুরে সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর ও একই সড়কের বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী তাসলিমা আক্তার ফুলবাড়িয়া উপজলার এনায়েতপুর গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে ও বাবুল মিয়া (৭০) উপজেলার বেলতলী এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তাসলিমা ফুলবাড়িয়া থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানে নানার বাড়ি সখীপুরে যাচ্ছিল। এসময় তার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার ঘণ্টাখানেক পর একই সড়কের বেলতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ বাবুল মিয়া আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।