দৌলতদিয়ায় যাত্রীর চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক
ঈদের পঞ্চম দিনেও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষ ও ছোট গাড়ির চাপ রয়েছে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকায় ভোগান্তি বা দীর্ঘ অপেক্ষা ছাড়াই নদী পার হচ্ছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৮ মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা যায়।

এদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন বাহন মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক, মাহেন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেলে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাটে আসছেন যাত্রীরা। এতে তারা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীরা ফেরি ও যানবাহনে ওঠানামা করছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফিরোজ খান জানান, মঙ্গলবারও ঘাটে যাত্রীদের চাপ রয়েছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। কোনো সিরিয়ালও লাগছে না। এ রুটে ছোটবড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম