ঘুমন্ত অবস্থায় পড়লেন সড়কে, বুকের ওপর দিয়ে গেল মাহিন্দ্রা
মাদারীপুরের শিবচর বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে সিদ্দিক সরকার (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মে) বিকেল ৪টায় শিবচর পৌরসভার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক ভোলা সদর থানার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় কাজে যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন শ্রমিক ভোলা থেকে মাহিন্দ্রায় করে রওনা হন। বুধবার বিকেল ৪টায় শিবচর পৌরসভার বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মাহিন্দ্রায় ঘুমন্ত অবস্থায় সিদ্দিক সরকার ছিটকে সড়কে পড়েন। এ সময় চলন্ত মাহিন্দ্রার চাকা সিদ্দিক সরকারের বুকের ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ কে এম নাসিরুল হক/এসআর/এএসএম