বোয়ালমারী ও মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৯ মে ২০২১

ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় বোয়ালমারী ও মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার জন্য সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।

ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রকৃত ছাত্র, মাদকমুক্ত, অবিবাহিত, আদর্শবান, ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা স্থান পাবেন।

উল্লেখ্য, বুধবার (১৯ জুন) বোয়ালমারী উপজেলা ও সোমবার (১৭ মে) মধুখালী উপজেলা কমিটি বিলুপ্ত করে প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা ছাত্রলীগ।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।