ফেরি দেখলেই শুরু হচ্ছে নারী-পুরুষের দৌড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারিপুর
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ১৯ মে ২০২১

যেন রীতিমতো যুদ্ধ! ফেরিতে নদী পার হওয়ার যুদ্ধ। কে-কার আগে পার হবে পদ্মা নদী! ফেরি আসলেই লাফিয়ে উঠছে যাত্রীরা। ফেরি থেকে নামারও সুযোগ মিলছে না অন্যদের। নারী কিংবা পুরুষ দৌড়ে কেউ পিছিয়ে নেই। যাত্রী চাপে অ্যাম্বুলেন্সও ফেরিতে উঠতে হিমশিম খাচ্ছে। ঈদের পর যতই দিন যাচ্ছে, বাংলাবাজার ঘাট হয়ে ঢাকা ফেরা যাত্রীর চাপ যেন ততই বাড়ছে।

বুধবার (১৯ মে) সকাল থেকে রাজধানীমুখী যাত্রী চাপ কিছুটা কম ছিল। কিন্তু বিকেলে হঠাৎ বেড়ে যায় চাপ।

বরিশালের যাত্রী আরমান খান ও ফাহমিদা নিপাসহ বাংলাবাজারে আগত যাত্রীরা জানান, দূরপাল্লার গণপরিবহন চলাচল না করায় কষ্ট অনেক বেড়েছে। মোটরসাইকেল, ইজিবাইক, থ্রি হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে ঘাটে আসতে হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকজন যাত্রী নাম প্রকাশ না করা শর্তে বলেন, দেশের সব হাট-বাজার, মার্কেটও শপিংমল সবই খোলা।বন্ধ শুধু লঞ্চ ও দূরপাল্লার পরিবহন। এতে যাত্রীদের কষ্ট বেড়েছে।

jagonews24

তারা আরও বলেন, সদরঘাট টু বরিশাল রুটের যাত্রীবাহী সব ধরনের লঞ্চ বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের যাত্রীরা এ নৌপথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফলে অন্য বছরের তুলনায় চাপ বহুগুণ বেড়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন জানান, যাত্রী চাপ সামাল দিতে গত কয়েকদিন আগ থেকেই দুটি ফেরি বাড়ানো হয়েছে। তবুও প্রতিদিনই যাত্রীর চাপ বাড়ছেই।গত কয়েকদিন ধরে যাত্রীদের চাপে পরিবহনও পার করা যাচ্ছে না। আজ বিকেলে চাপ হঠাৎ বেড়েছে। শুধু যাত্রী পার করেই ঘাট সামাল দিতে হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/এএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।