সড়ক সেজেছে কৃষ্ণচূড়ায়, মুগ্ধ পথচারী-দর্শনার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:২১ এএম, ২০ মে ২০২১

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার ফোরলেন ও বাইপাস সড়কের দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। প্রতিটি গাছেই শোভা পাচ্ছে সবুজ পাতার ফাকে রক্তিম লাল ফুল। এতে সড়কটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রতিদিনই এখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। মুগ্ধ হচ্ছেন তারা। স্মৃতি জড়িয়ে রাখতে অনেকে তুলছেন ছবিও।

jagonews24

সরেজমিনে গিয়ে দেখা যায়, রোদের আলো পড়লেই জ্বল জ্বল করে উঠছে ফুলগুলো। যা দেখে অনেকই যানবাহন থামিয়ে উপভোগ করছে প্রকৃতির এ সৌন্দর্য। এছাড়া সড়কের দুপাশে সারিবদ্ধ গাছে রক্তিম কৃষ্ণচূড়ার ফুল দেখতে দূর-দূরান্ত থেকে আসছে দর্শনার্থী।

jagonews24

স্থানীয় জাকির হোসেন বলেন, রাস্তার দুপাশে সারিবদ্ধ কৃষ্ণচূড়া গাছে ফুটেছে ফুল। যা দেখে তাদের খুব ভালো লাগছে। এ ফুল দেখতে দূর-দূরান্তের অনেকে এখানে আসেন। আবার এখান দিয়ে যাওয়ার সময় অনেকে গাড়ি থামিয়ে এ সৌন্দর্য উপভোগ করেন। ছবিও তোলেন।’

jagonews24

দর্শনার্থী সুবজ মিয়া, আলাউদ্দিনসহ কয়েকজন জানান, তারা লোকমুখে শুনে দৌলতদিয়া বাইপাস সড়কে কৃষ্ণচূড়ার ফুল দেখতে এসেছেন। এসে ফুল দেখে খুব ভালো লাগছে। ফুল এখানকার পরিবেশ সুন্দর করে তুলেছে।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।