সিরাজগঞ্জে ইয়াবা ব্যবসায়ীসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৩ মে ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী এবং এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার চর কাদই গায়ানপাড়ার আজিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মানিক মিয়া (৩০), কাদই নতুন পাড়ার আব্দুল হাই মোল্লার ছেলে জব্বার মোল্লা (২৮), রায়গঞ্জের চক গোপালের মৃত আফজাল হোসেন খানের ছেলে বুলবুল আহমেদ খান (৩৬), জহুরুল ইসলাম খানের ছেলে আতিকুজ্জামান শুভ (৩৭)। এসময় তাদের কাছ থেকে ৬৬৭ ইয়াবা জব্দ করা হয়। এছাড়া বেলকুচিতে চাঁদাবাজি মামলায় ক্ষিদ্রগোপরেখী গ্রামের সুলতান হোসেনের ছেলে সেলিম হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা বিষয়টি নিশ্চিত করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।