ফেরিতে চাপ, ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ মে ২০২১

মাদারীপুরের বাংলাবাজার ঘাটে রয়েছে কর্মস্থলমুখী যাত্রীর চাপ। এ চাপ সামাল দিতে খালি ফেরি আনা হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে। এদিকে ফেরিতে চাপ থাকায় ঝুঁকি নিয়েই ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা।

রোববার (২৩ মে) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাবাজার ঘাট যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, বাংলাবাজারের ফেরিগুলো থেকে যাত্রী তুলছে কিছু ট্রলার। এসময় ভাড়া নেয়া হচ্ছে ১০০ টাকা করে। যাত্রীর চাপ সামাল দিতে এখনো খালি ফেরি আনা হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে। এর সঙ্গে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ। তবে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

jagonews24

যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, থ্রি হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে ঘাটে এসে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন।

মাদারীপুর থেকে আসা যাত্রী সালমা আক্তার জানান, এতদিন ঘাটে যাত্রীর চাপ ছিল। মানুষ অনেক কষ্ট করে গন্তব্যে পৌঁছেছে। কিন্তু এখন দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। এতে ঘাটে যাত্রী কমে গেছে। কিন্তু যাত্রীদের যা ভোগান্তি হওয়ার তা হয়েই গেছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন বলেন, যাত্রীর চাপ কিছুটা কমেছে। তবুও শিমুলিয়া ঘাট থেকে ফেরি এনে যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, আর দু-একদিনের মধ্যে ফেরিঘাট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে ধারণা করছি।

নাসিরুল হক/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।