ফরিদপুরে প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৪ মে ২০২১

ফরিদপুরে প্রতারক চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট ও ৫৮টি সিম জব্দ করা হয়।

রোববার (২৩ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) ভোর ৫টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে প্রতারক চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

জামাল পাশা আরও বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল যন্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা করা হয়েছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।