ঝড়ে আশ্রয়কেন্দ্রে এসে ছেলেসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৭ মে ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ের মধ্যে আশ্রয় নিতে এসে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ওই গৃহবধূর প্রসব বেদনা ওঠে।

পরে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তিনি একটি ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। ছেলের নাম রাখা হয়েছে বেল্লাল।

মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে ওই গ্রাম প্লাবিত হলে গর্ভবতী স্ত্রী তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান নুর আলম শরীফ। পরে বুধবার সকালে তার স্ত্রী প্রথমবারের মতো সন্তানের জন্ম দেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, মা-ছেলে দুজনই সুস্থ আছে। তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় ওরা এখনও ওই আশ্রয়কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজ-খবর রাখছি।

বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।