প্রাণচাঞ্চল্য ফিরেছে লঞ্চঘাটে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দু’দিন বন্ধ থাকার পর পটুয়াখালী লঞ্চঘাটে থেকে আবারও শুরু হয়েছে নৌ চলাচল।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৫টায় পটুয়াখালী নদী বন্দর থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে একে একে যাত্রীবাহী পাঁচটি নৌযান ছেড়ে যায়।
যাত্রীবাহী নৌযানগুলো হলো, ডাবল ডেকার সুন্দরবন -৯, পূবালী-৫, এআর খান-১, কুয়াকাটা-১ ও কাজল-৭।
পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘অনেক দিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় নদী বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। লঞ্চ চালু হওয়ায় ঘাট শ্রমিকরা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। লঞ্চগুলো যাতে সরকারের নির্দেশনা মেনে চলাচল করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে’।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ ৫১ দিন সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকে। এরপর গত সোমবার (২৪ মে) নৌ চলাচল স্বাভাবিক হয়।
কিন্তু মঙ্গলবার (২৫ মে) আবারও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পটুয়াখালীতে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এসএমএম/জেআইএম