সম্পত্তি দখলে মাকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ
পটুয়াখালীর বাউফলে মাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলে আনোয়ার খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মা।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা মোসা. লালমতি বেগম (৭০) ও মরিয়ম বেগমকে (৩২) উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সিদ্দিক নামের নির্যাতিতার আরেক ছেলে বলেন, আমরা ছয় ভাই ও এক বোন। মেজ ভাই বাবুল ও ছোট ভাই দেলোয়ার বাড়িতে থাকেন না। গত সোমবার মাহবুব ও বাবুল স্ত্রী-সন্তানদের নিয়ে বেড়াতে আসেন। মঙ্গলবার সবাই চলে যান। এতে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার দাবি, যারা বাড়িতে থাকেন না তারা বাড়িতে আসতে পারবে এবং কোনো জমিজমা পাবে না। আমি কেন তাদের আশ্রয় দিয়েছি এ জন্য মায়ের সঙ্গে ঝগড়া হয়। বৃহস্পতিবার (২৭ মে) দা নিয়ে আনোয়ার মাকে কোপাতে যান। তাকে বাধা দিলে একপর্যায়ে লাঠি দিয়ে পেটাতে থাকেন। মাকে বাঁচাতে গেলে আমার বোনকেও আহত করেন।
এ বিষয়ে আহত মোসা. লালমতি বেগম বলেন, ও বাবার রেখে যাওয়া সব সম্পত্তি একা নিতে চায়। অন্যদের দিতে রাজি না। এজন্য প্রায়ই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. আনোয়ার খন্দকারকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল দেয়া হলেও রিসিভ করেননি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরএইচ/জেআইএম